Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ রেলক্রসিংয়ে ইঞ্জিনের ধাক্কায় ৬ টেম্পুযাত্রী আহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ১৯:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অনুমোদনহীন একটি রেলক্রসিংয়ে সিএনজি চালিত টেম্পু পারাপারের সময় রেলের ইঞ্জিনের ধাক্কায় অন্তঃত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এরা হলেন, আবু তাহের (৪০) ও মো. জামাল (৪৫)। তাদের বাড়ি ওই উপজেলার সারোয়াতলী ইউনিয়নে।

ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার সারাবাংলাকে জানান, টেম্পুতে চালক আবু তাহেরসহ মোট ছয়জন ছিলেন। তারা পাশের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের করণখাইন গ্রাম থেকে মাছ নিয়ে বেঙ্গুরা কাঁচাবাজারে আসছিলেন।

‘টেম্পুটি রেললাইন পার হচ্ছিল, একইসময়ে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার অভিমুখী একটি রেলের ইঞ্জিন ওই এলাকা অতিক্রম করছিল। এসময় ইঞ্জিনের ধাক্কায় টেম্পুটি পাশে পুকুরের ধারে ছিটকে পড়ে। এতে ছয়জনই কমবেশি আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

জানা গেছে, বেঙ্গুরা রেলস্টেশনে স্টেশন মাস্টার পদটি খালি আছে। পাশের গোমদণ্ডী রেলস্টেশনের মাস্টার অনুপম দে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

অনুপম দে সারাবাংলাকে বলেন, ‘বিকেল ৩টা ৫৫ মিনিটে ইঞ্জিনটি গোমদণ্ডী স্টেশন অতিক্রম করে। বেঙ্গুরা স্টেশন পার হয়ে আনুমানিক ৫০০-৭০০ গজ যাবার পর দুর্ঘটনা ঘটে। সেখানে রেলওয়ের অনুমোদিত কোনো গেট নেই। এটা বৈধ কোনো ক্রসিং নয়। এলাকাবাসীই নিয়মিত রেললাইন অতিক্রম করে এটাকে ক্রসিং বানিয়ে ফেলেছে। সতর্ক না থাকার কারণে দুর্ঘটনাটা ঘটে গেছে।’

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর