Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ভোটে আসবে কি না, সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১৭:৫৪

কক্সবাজারে প্রশাসনিক প্রস্তুতি সভায় অংশ নেন ইসি আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজার: বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে, এটি স্বাভাবিক। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি না, সেটি তাদের ব্যাপার। প্রধান নির্বাচন কমিশনার এখনো সুযোগ থাকার কথা বিএনপিকে বলেছেন। যদি তারা আসে, তাহলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, কোনো আসনকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবে। নির্বাচন সুষ্ঠু করতে যা করা প্রয়োজন, কমিশন তা করবে। সেই উদ্দেশ্যে আমরা চার কমিশনার সারাদেশে সরেজমিনে যাচ্ছি।

বিএনপি নির্বাচনে এলে ভোটের তারিখ পেছানো হবে কি না— এমন প্রশ্নের জবাবে ইসি আনিছুর বলেন, নির্বাচন কমিশন মনে করে, অংশগ্রহণমূলক নির্বাচনে সবার আসা উচিত। তারা আসতে চাইলে আলোচনার সুযোগ আছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী, ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ ও টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদসহ জেলার শীর্ষ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ইসি আনিছুর ইসি আনিছুর রহমান জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর