ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কার হওয়া দুইজন হলেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসান। তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিবৃতি পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপির আমলে বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা)।
বাংলাদেশ নির্বাচন কমিশনের শর্ত পূরণে গত শনিবার (২৫ নভেম্বর) শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষের কক্ষে শুক্লার পক্ষে এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজে অংশ নেন তার মা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ।
ওই সময় ব্যারিস্টার শুক্লা সিরাজ বলেন, ‘আমরা মা প্রবীণ ও দক্ষ সংগঠক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ একটু আগে এখানে ছিলেন। অসুস্থ এক রোগী দেখতে তিনি টাঙ্গাইল চলে গেছেন। আমার মা আমার পক্ষে বিভিন্ন নেতা-কর্মীদের সঙ্গে মাঠ পর্যায়ে যোগাযোগ করছেন এবং সমর্থন দিয়ে যাচ্ছেন।’
বিএনপি যেহেতু নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু ব্যারিস্টার শুক্লার পক্ষে কাজ করার এই বিষয়টি দলীয় শৃঙ্খলাপরিপন্থী হিসেবে দেখছে বিএনপি। তাই, পূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, দলের সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত মন্ত্রী শাহজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজকে বহিষ্কার করল বিএনপি।