Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনা পর্ষদ গঠন

সারাবাংলা ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩ ১০:২৪

ট্যুরিজম ডেভেলপার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (টিডাব) ২০২৩-২০২৫ সালের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত। নতুন পরিচালনা পর্ষদে চেয়ারম্যান আসলাম খান, ডিরেক্টর অপারেশন লায়ন মুক্তার হোসেন চৌধুরী ও ডিরেক্টর ফিন্যান্স মো. নুরুজ্জামান (সুমন) নির্বাচিত হয়েছেন।

গত ২৫ নভেম্বর আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশনে বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যের এই পরিচালনা পর্ষদ গঠন করা হয়। টিডাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামিউল আহমেদ পরিচালনা পরিষদ উপস্থাপন করেন।

পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন (মিন্টু), ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, আলহাজ শরীয়ত উল্লাহ (শহীদ), আবুল কালাম আজাদ, এফ. এম রফিকুল ইসলাম, মোহাম্মদ খতিবুর রহমান।

ডিরেক্টর মিডিয়া এন্ড কমিউনিকেশন, মো. জহিরুল ইসলাম ডালটন জহির, ডিরেক্টর পলিসি এন্ড পারসুয়েশন গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, ডিরেক্টর মেম্বারশিপ ডেভেলপমেন্ট মো. রবিউল ইসলাম (রবি), ডিরেক্টর রিসার্স এন্ড ডেভেলপমেন্ট মো. জুনেদ আলম, ডিরেক্টর লিগ্যাল অ্যাফেয়ার শাব্বির উদ্দিন আহমেদ, ডিরেক্টর বিসনেস ডেভেলপমেন্ট কাজী মোহাম্মদ জহিরুল ইসলাম সুজন, ডিরেক্টর মেম্বার ওয়েলফেয়ার মো. মাহমুদুল হাছান সরকার, ডিরেক্টর এ্যাকাউন্ট এন্ড ফিন্যান্স মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ডিরেক্টর প্রিন্টিং এন্ড পাবলিকেশন মো. নাহিদুল ইসলাম, ডিরেক্টর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি মাহমুদুন নবী, ডিরেক্টর কালচারাল অ্যাফেয়ারস মোহাম্মদ তোফাজ্জল হোসেন সরকার, ডিরেক্টর ইভেন্টস এন্ড এক্সিবিশন মমিনুল ইসলাম আসিফ, ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিলেশানস মোহাম্মদ আতাউর রহমান (অনিক), ডিরেক্টর ইন্ডাস্ট্রি অ্যাফেয়ার্স মো. আমিনুল ইসলাম (রতন)।

সারাবাংলা/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর