Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি নির্বাচন করতে জেলা পরিষদ চেয়ারম্যান পদ ছাড়লেন সাবেকমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৬:৫৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬

সিরাজগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে ভোটে অংশ নিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়লেন সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন তিনি। এর আগে, মঙ্গলবার (২৮ নভেম্বর) জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাবেক এই মন্ত্রী।

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী আনিছুর রহমান ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পরিষদ ও বেলকুচি উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আব্দুল লতিফ বিশ্বাস। পদত্যাগ পত্রটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠানো হয়েছে বলে জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী আনিছুর রহমান।

বিজ্ঞাপন

বেলকুচি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী লতিফ বিশ্বাস। এ সময় তার সঙ্গে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৬-২০০১ ও ২০০৮-২০১৪ সালে দুই মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহাজোট সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১৫ সালের (৮ জানুয়ারি) সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন তিনি।

সারাবাংলা/পিটিএম

আব্দুল লতিফ বিশ্বাস এমপি নির্বাচন জেলা পরিষদ চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর