Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত দায়িত্বে পলক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৭:০৮

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ডাক ও টেলিযোগ বিভাগের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং জুনাইদ আহমেদ পলককে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এতদিন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পালন করেছেন মোস্তাফা জব্বার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় পলককে ওই বিভাগের প্রতিমন্ত্রী করে প্রজ্ঞাপন জারি করা হলো।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী পলক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর