Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৭:১০

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার ইন্সপেক্টর মো. সোহেল সোরোয়ার আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাইফুর এ তথ্য নিশ্চিত করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী, সাজ্জাত হোসেন, জিল্লুর রহমানসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকায় তার বাসার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। নাশকতা চেষ্টার সময় পুলিশের তারা খেয়ে অন্যরা পালানোর সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ।

সারাবাংলা/এআই/এনইউ

খোকন ছাত্রদল টপ নিউজ রিমান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর