Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ২০:১২

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রবত চৌধুরী।

বুধবার (২৯ নভেম্বর) বিজয়নগর এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাপণী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সফল করতে এ মিছিল আয়োজন করা হয়।

সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র ও ভোটাধিকার নির্বাসনে পাঠিয়েছে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র হত্যাকারী হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। সরকার নির্বাচন নির্বাচন খেলার মাধ্যমে দেশকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে এমন এক খেলার আয়োজন করেছে, যেখানে তারাই রেফারি তারাই খেলোয়াড়। কোনো প্রতিপক্ষ নেই। সুতরাং এখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো সুযোগ নেই।’

সুব্রত চৌধুরী বলেন, ‘যেখানে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মৌলিক অধিকার নেই, মানবাধিকার নেই ও বিচার বিভাগের স্বাধীনতা নেই সেখানে কিছুই নেই। কীসের উন্নয়ন, কার উন্নয়ন? এই সরকারের উন্নয়ন জনগণের জন্য নয়, এই উন্নয়ন লুটেরাদের উন্নয়ন।’

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিচ্ছেন। তারা (অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী) কোথায়? আপনি ( প্রধান নির্বাচন কমিশনার) ভঙ্গ করেছেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এখন জনগণকে আতংকিত করছেন, ভয় দেখাচ্ছেন, আপনি শপথ ভঙ্গ করায় আমরা আপনার পদত্যাগ দাবি করছি।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ, গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ।

উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন, আনোয়ার ইব্রাহীম, ফারুক হোসেন, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান লিটন, হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দফতর সম্পাদক আনোয়ার মল্লিক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর