Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় যুদ্ধবিরতির সময় একদিন বাড়ল

সারাবাংলা ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩ ১২:১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরও একদিনের জন্য বাড়ানো হয়েছে। ফলে যুদ্ধবিরতির সময় বেড়ে গড়াল সপ্তম দিনে।

এর আগে, ২৭ নভেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছিল দুই দিনের জন্যে। যার মেয়াদ আজ সকাল ৭টায় শেষ হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো।

গত শুক্রবার (২৪ নভেম্বর) গাজায় প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এ যুদ্ধবিরতির শেষ দিন ২৭ নভেম্বর নতুন করে মানবিক বিরতি দুই দিন বাড়ানো হয়।। ওই বহুল প্রত্যাশিত চুক্তির তিনদিন দিনে ৩৯ ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে কারাগার থেকে ১১৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব।

এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩০ ফিলিস্তিনি বন্দী। অন্যদিকে গাজায় থাকা জিম্মিদের মধ্য থেকে ১২ ইসরায়েলিসহ ১৬ জনকে মুক্তি দিয়েছে হামাস।

ইসরায়েলি প্রিজন সার্ভিস জানিয়েছে, ইসরাইল ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। বেশ কয়েক ঘণ্টা পর, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ছয় হাজার ১৫০ শিশু ও ৪ হাজার নারীসহ ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ

গাজা টপ নিউজ যুদ্ধবিরতি হামাস-ইসরাইল যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর