Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিয়ন হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৪:৪৯

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় খায়রুল ইসলাম বাবু নামে এক পিয়নকে হত্যা মামলায় রাজিবুল হক ওরফে মুন্না নামের এক আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর মো. ইকবাল হোসেনের আদালত এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান এ তথ্য জানান।

২০১১ সালের ১১ মে বাবুকে হত্যার ঘটনায় বড় বোন আমেনা বেগম নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। পরে ডিবি পুলিশ মামলার রহস্য উদঘাটন করে।

জানা যায়, নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের ট্রপিক্যাল সেন্টারে ফোরডি ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেডে পিয়ন হিসেবে কাজ করতো বাবু। একি ভবনে মুন্না ব্রাউন ফিল্ডে কাজ করতো। ব্রাউন ফিল্ডে কক্ষ সংস্কারের কারণে সাময়িকভাবে ফোরডি ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেডে ব্রাউন ফিল্ডের কাজ চলছিল। চাকরীর সুবাদে তাদের পরিচয়। মুন্নার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ছিল। তাকে চাকুরীচ্যুত করা হয়। ২০১১ সালের ১০ মে মুন্না অফিসে আসে। বাবুকে দেখেও কথা না বলে চলে যায়। পরদিন আবার আসে। তাদের কথা হয়। এরই মাঝে অফিসের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা করে মুন্না। তা দেখে ডাক-চিৎকার করে বাবু। মুন্না ইলেকট্রিক তার পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে। পরে চুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

২০১২ সালের ১৫ নভেম্বর মামলাটি তদন্ত করে মুন্নাকে অভিযুক্ত করে চার্জশিট দাখি করেন ডিবি (দক্ষিণ) পুলিশের পরিদর্শক নুরুল আমিন।

২০১৩ সালের ৩০ এপ্রিল মুন্নার বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সারাবাংলা/এআই/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর