Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্যে সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৩ ১৮:০০

হিলি: হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ২০-বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারতীয় পতিরাম ৬১-বিএসএফের ব্যাটালিয়নের নবাগত কমান্ড্যান্টের মধ্যে পরিচিতি এবং সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ও ৬১-বিএসএফের নবাগত কমান্ড্যান্ট সুনিল কৌশিক নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম অংশ নেয়।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর