Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেমিক্যাল দিয়ে পাকানো ১ হাজার ১০০ মণ আম ধ্বংস


১৯ মে ২০১৮ ১৭:০২ | আপডেট: ১৯ মে ২০১৮ ১৭:৫২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে মাজার রোডে ফলের আড়তে অভিযান চালিয়ে ১ হাজার ১০০ মণ আম জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘এসব আম ক্যালসিয়াম কার্বাইড ও ইথোফেন দিয়ে পাকানো হয়েছিল। সেগুলো ধ্বংস করা হয়েছে।’

একইসঙ্গে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অভিযানে অপরাধ স্বীকারের ভিত্তিতে মোট ১৪ প্রতিষ্ঠানের ৬ জনকে সর্বোচ্চ এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এরা হলেন- ফয়সাল আহমেদ (২৫), মো. নুরুল (৭৩), মো. তাবারুল (২৬), মো. রমজান আলী (২৯), মো. আব্দুস সোবহান (৪২) ও মনিরুল ইসলাম (৫৫)।’

শনিবার (১৯ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৪ এর একটি দল ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সারাবাংলা/ইউজে/আইএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর