বাল্যবিয়ের আয়োজন: বর-কনের বাবাকে ৭০ হাজার টাকা জরিমানা
১ ডিসেম্বর ২০২৩ ১৮:৫০
বরিশাল: ঝালকাঠির নলছিটিতে প্রশাসনের তৎপরতায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে পৌরসভার বৈচন্ডি গ্রামে বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ সময় কনের বাবাকে ২০ হাজার এবং বরের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, বৈচন্ডি গ্রামের এক কৃষকের অপ্রাপ্ত বয়স্ক দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৪) সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল। বিয়ের জন্য জাল জন্মনিবন্ধন তৈরি করা হয়েছিল। খবর পেয়ে ইউএনও মো. নজরুল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের পিতাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুয়ায়ী কনের পিতাকে ২০ হাজার ও বরের পিতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’
বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাবাংলা/জিএমএস/এমও