Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা’র সংবাদে আব্দুল মজিদের স্বপ্নপূরণ

ওমর ফারুক হিরু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪

কক্সবাজার: সারাবাংলায় গত দুই দিন আগে (২৯ নভেম্বর) ‘ভিক্ষা চাইতে লজ্জা লাগে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এই সংবাদে ‘গল্পের মূল চরিত্রে ছিলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল মজিদ। কক্সবাজারের বাসিন্দা মজিদ জন্ম থেকেই পঙ্গু। তার দুই পা সম্পূর্ণভাবে চলাচল অনুপযোগী। তবু ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে শীতপিঠা বিক্রি করেন মজিদ। জীবনটা আরেকটু সহজ করতে স্বপ্ন দেখছিলেন, টাকা জমিয়ে একদিন হুইলচেয়ার কিনবেন।

বিজ্ঞাপন

—এই সংবাদ প্রকাশের একদিন পর’ই সারাবাংলার কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু’র সঙ্গে যোগাযোগ করেন প্রবাসী এক যুবক। যিনি নাম প্রকাশ না করার শর্তে শারীরিক প্রতিবন্ধী আব্দুল মজিদকে একটি হুইলচেয়ার উপহার দিতে চান। পরে কক্সবাজার প্রতিনিধির মাধ্যমেই আব্দুল মজিদের স্বপ্ন পূর্ণ হয়। তাকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়।

হুইলচেয়ার উপহার পেয়ে মজিদ খুবই খুশি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাম প্রকাশে অনিচ্ছুক উপহারদাতা প্রবাসী যুবকের প্রতি। পাশাপাশি ধন্যবাদ জানান সারাবাংলা ও প্রতিনিধির প্রতি।

মজিদ বলেন, ‘পা দুটো চলে না। কিন্তু হাত তো চলে। এই হাত দুটো অন্যের দিকে বাড়িয়ে না দিয়ে কাজে লাগাতে চাই। এই হুইলচেয়ার আমার অনেক বড় সহযোগী হিসেবে কাজ করবে।’

আব্দুল মজিদ মহেশখালী উপজেলার কুতুবজুমের বাসিন্দা মৃত আলি মিয়ার ছেলে। তিনি কক্সবাজার শহরের বদরমোকাম জামে মসজিদসংলগ্ন এলাকায় বাস করেন।

সারাবাংলা/ওএফএইচ/এমও

আব্দুল মজিদ সারাবাংলা’র সংবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর