Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে ঢাবি ছাত্রের লাফ, ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ১৬:০৬

ঢাকা: ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের দোতলা থেকে লাফ দিয়ে মিনহাজ (২১) নামে আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সহপাঠীরা জানান, ঢাবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের ছাত্র মিনহাজ সূর্যসেন হলের ২৩৩ নম্বর রুমে থাকেন। সকালে যখন ভূমিকম্প হয় তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য দ্বিতীয় তলার রুমের জানালা দিয়ে নিচে লাফ দেন তিনি। এতে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর ডান পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সারাবাংলা/এসএসআর/এনইউ

ছাত্র টপ নিউজ ঢা‌বি ভূমিকম্প লাফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর