Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্মগেটে ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৩ ২২:০৯

ঢাকা: রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এমদাদুল হক খান (৫৬) ও সামিট গ্রুপের ইঞ্জিনিয়ার নাজমুস শাহাদাত আলম (৩৮) আহত হয়েছেন।

শনিবার (২ডিসেম্বর) রাত ৯টার দিকে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা জানান, তাদের বাসা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে। সন্ধ্যায় কারওয়ানবাজারে কাজ শেষ করে দু’জন মোটরসাইকেল নিয়ে বাসার দিকে রওয়ানা হন। পথে ফার্মগেট ফার্মভিউ মার্কেটে সামনে রাস্তায় তাদের পাশে পরপর দু’টি বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আঘাত লাগে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে আলরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাতে ফার্মগেট থেকে ককটেল বিস্ফোরণে আহত হয়ে দু’জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে ব্যাংক কর্মকর্তার মাথায়, ডান হাতে এবং আলমের ডান হাত ও বুকে আঘাত লাগে।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ফার্মগেট ফামভিউ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

তবে ঘটনাস্থল থেকে কয়েকজন জানান, উপর থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই দু’জন আহত হয়।

সারাবাংলা/এসএসআর/এমও

ককটেল বিস্ফোরণ ফার্মগেট বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর