Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে ছুরি ও হাতুড়ি হামলায় নিহত ১, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৩ ১১:৫০

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি ও হাতুড়ি হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের পাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

তিনি জানান, ২৬ বছর বয়সী একজন ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সন্দেহভাজন ব্যক্তি একটি জার্মান পর্যটক দম্পতির মধ্যে একজনকে ছুরিকাঘাত করে। তখন লোকটিকে পুলিশ তাড়া করলে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরও দুইজনকে আহত করে। পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী ‘আল্লাহু আকবর’ ও আরবিতে ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’ বলে চিৎকার করেছিল।

গ্রেফতারের পর সে পুলিশকে বলেছে, আফগানিস্তানে এবং ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে। এ জন্য সে বিরক্ত।

সারাবাংলা/ইআ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর