Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০৬

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কি দলের পক্ষ থেকে বলেছি, যারা স্বতন্ত্র ইলেকশন করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত আওয়ামী লীগের নয়।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এই মন্তব্য করেন।

মনোনয়ন বঞ্চিত যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত কি দলের আছে? — এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কি দলের পক্ষ থেকে বলেছি, যারা স্বতন্ত্র ইলেকশন করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে? এই সিদ্ধান্ত আওয়ামী লীগের নয়।’

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে এবার ফাইনাল খেলা কাদের সঙ্গে হবে বলে মনে করছেন? — এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে।’

স্বতন্ত্র প্রার্থী ও নৌকার প্রার্থীর মধ্যে কিছু এলাকার সংঘর্ষের ঘটনা ঘটেছে এ বিষয়ে তাদের দলীয় সিদ্ধান্ত কি হবে? — জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ১৬ তারিখ পর্যন্ত পরিস্থিতি অবজার্ভ করব। কোথায় কি অবস্থা দাঁড়িয়েছে? অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’

১৪ দলের তালিকা আপনাদের কাছে পাঠিয়েছে এ ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি হবে? — তিনি বলেন, ‘১৪ দলীয় জোটের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জোট। আমরা তো বাইরে রাখব না। নির্বাচন করব। তার আগে এডজাস্টমেন্টের ব্যাপার আছে একোমোডেশনের ব্যাপার আছে। এইসব বিষয়গুলি বিবেচনা দেওয়া দরকার।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির সঙ্গে কোনো আসন সমঝোতা হবে কি না? — এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কোনো তালিকা পাঠায়নি এবং আমার তো মনে হয় তারা নিজের শক্তির উপর দাঁড়িয়েই ইলেকশনটা করে, এটাই হবে তাদের জন্য সবচেয়ে ভালো খবর। সত্যিকারের অপজিশন হিসেবে দাড় করানোর একটা মোক্ষম উপায় এবং তারা যদি নিজেরাই ইলেকশন করতে পারে এটা আমরা স্বাগত জানাব।’

এ ছাড়া সিট ভাগাভাগির বিষয়ে তারা যদি কোনো আসন চায় সেটা নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি।

এ সময় দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/ইআ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর