Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোকনপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি রাখাল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ১৮:১৭

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রোজিম (৩২) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২২৫-এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত রোজিম গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকার আবুল কালামের ছেলে। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, রোজিমসহ আরও ৫/৬ জন শনিবার দিবাগত রাত ৩টার দিকে গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ১৫৯/আরকেওয়াদা বিএসএফ’র টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার লাশ ভারতের ভেতরেই রয়েছে।

তবে সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে নঁওগা ১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য না দিলেও ১৫৯ মালদা বিএসএফ’র ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ ভারতের ভেতরই রয়েছে। এ বিষয়ে আমরা ব্যাপক খোঁজ-খবর নিচ্ছি। বিষয়টি ভারতীয় বিএসএফ’র সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

গুলি নিহত বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর