Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ৩২০ থানার ওসি ও ২৫০ ইউএনও বদলি হতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ১৮:১৭

ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, কমিশনে ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ এরইমধ্যে অনুমোদন করা হয়। এ ছাড়া এ অনুমোদনের মধ্যেই আরও ২০ জনের বদলির চিঠি এসেছে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা যে শর্ত দিয়েছিলাম সেই অনুযায়ী ৩২০ জনের মতো ওসি, আর ২৫০ জনের মতো ইউএনও বদলি হতে পারে।’

এর আগে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব থানার ওসিকে ও ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে ইসি। সেই নির্দেশনা অনুযায়ী ৪৭ জন ইউওনকে বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন চাইলে তা দেয় ইসি।

সারাবাংলা/জিএস/একে

ইসি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর