বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর জামিন বহাল
৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৯
ঢাকা: পুলিশের ওপর আক্রমণ ও নাশকতার মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার জজ আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে দুলুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, গতকাল (৩ ডিসেম্বর) দুলুকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে দুলুর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তাকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। পরদিন ১৮ অক্টোবর রাজধানীর বাড্ডার থানায় নাশকতার অভিযোগে করা মামলায় আদালতে তোলা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে তোলা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেই থেকে কারাবন্দি বিএনপির এই নেতা।
ঢাকার বাড্ডা থানায় করা ওই মামলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টি করে দেশে অরাজকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/একে