সাংবাদিক কাজলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলা স্থগিত
৪ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯
ঢাকা: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে বিজিবির করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে কাজলের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
২০২০ সালের ৩ মে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার হওয়া সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নামে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছিল বিজিবি।
বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করে। পরে ওই মামলায় তাকে যশোরের আদালতে পাঠানো হয়। বেনাপোল বন্দর থানা পুলিশ তাকে আদালতে পাঠান।
সারাবাংলা/কেআইএফ/টিআর