Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জে ইউপি সদস্য ‘হাতকাটা মামুন’র মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৫

বরিশাল: জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা গ্রামের চৌরাস্তা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহিরুল ইসলাম মামুন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া টানা তিন বার ইউপি সদস্য নির্বাচিত হন তিনি। ফরিদপুর ইউনিয়ন বাকেরগঞ্জের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে দু’টি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। গত বছরের ২১ এপ্রিল রাতে বাকেরগঞ্জ সোনাপুরা গ্রামের রবিউল ইসলাম রনি মোল্লাকে কুপিয়ে হত্যা এবং তার দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন জহিরুল ইসলাম মামুন।

ইউনিয়ন পরিষদের চৌকিদার আবদুর রহিম বলেন, ‘জহিরুল ইসলাম মামুন হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে আক্রমণ করেন। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে ঢুকে পালানোর চেষ্টা করলে সেখানেই তাকে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। সবগুলো কোপ মামুনের মাথায় লেগেছে।’

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

মরদেহ উদ্ধার হাতকাটা মামুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর