Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে ডলি সায়ন্তনীর আপিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১৫:২৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৬

ঢাকা: পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য ইসিতে আপিল করেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞার কাছে তিনি আবেদনটি জমা দেন।

বিজ্ঞাপন

এর আগে, ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘আমার ছোট একটা ক্রেডিট কার্ডের ঝামেলা ছিল, যেটা নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে সে জন্য দেশের বাইরে যাওয়া আসা করা লাগে। ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।’

কত টাকা বকেয়া ছিল? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব কম টাকা, বলার মতো না। যে অভিযোগটা আসছে এটা আসলেই আমার ভুল ছিল। কারো ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি আমার মনোনয়নপত্রের বৈধতা পাব।’

ভোটের মাঠে লড়াই করা প্রসঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করার। এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই।’

সারাবাংলা/জিএস/ইআ

ডলি সায়ন্তনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর