Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশা করি মানবাধিকার দিবসে আগুন সন্ত্রাস করবে না বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ২০:৫৯

ফাইল ছবি: আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস। দিবসটি উদযাপনে ব্যাপক আয়োজন থাকছে। এরই মধ্যে বিএনপিও রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবাধিকার দিবসে তারা (বিএনপি) কী করবে তা আমাদের জানা নেই। আশা করি তারা আগুন সন্ত্রাস করবে না।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নির্বাচন যথা সময়ে হবে। কমিশন তফসিল ঘোষণা করেছে। ২৯টি দল অংশ নিচ্ছে। সারাদেশে আমেজ শুরু হয়েছে। কাজেই কেউ নাশকতা চায় না। যে দল নাশকতার কথা বলছে, তারা সুনিশ্চিত পরাজয় জেনে একটা অগণতান্ত্রিক উপায় তৈরি করছে।’

তিনি বলেন, ‘২০১৪ সালে টানা নাশকতা অগ্নিসন্ত্রাস করেছে, সম্পদ নষ্ট করেছে; পশুও বাদ যায়নি। বার্ন ইউনিট করে চিকিৎসা দিতে হয়েছে মানুষকে। তারা আবারও সেই নাশকতা শুরু করেছে। বিচারকের বাড়িতে ঢুকে পড়েছে, হাসপাতালে ঢুকে পড়েছে। মেয়েদের মিছিলে হামলা করেছে। আমরা ভেবেছি সেদিন মঞ্চে যারা ছিলেন তারা দুঃখ প্রকাশ করবেন। কিন্তু তা না করে তারা পর দিন দিল হরতালের ডাক। আর সে হরতালে বাসে আগুন দিয়ে শ্রমিককে পুড়িয়ে মেরেছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন বন্ধ থাকবে না, যথা সময়ে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষ, চৌকস। তাদের নিশ্চয়ই দেশের মানুষ সহযোগিতা করবে। নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই।’

কতজন বিএনপি নেতাকর্মী আটক করা হয়েছে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০০১ সালে এর চেয়েও ঢের হয়েছে। আমাদের গড় জুলাই ২৩ থেকে দৈনিক গড় গ্রেফতার ১ হাজার ৯৫৬ জন। তার চেয়ে বেশি প্রতিদিন জামিন পাচ্ছে। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি। যতগুলো অপরাধী গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

নির্বাচনকে সামনে রেখে ওসিদের বদলি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বদলির তালিকা অনেক বড়। কারণ কমিশন বলছে, ছয় মাসের বেশি যে ওসি পোস্টিংয়ে আছেন তাদের বদলি করতে হবে। সে হিসাব করলে বদলির তালিকা অনেক বড়। কমিশনের নির্দেশনা অনুযায়ী সব কাজ করা হচ্ছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

আগুন সন্ত্রাস বিএনপি মানবাধিকার দিবস স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর