Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলের নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ১৪:২৬

টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র হতে হবে এমন বলা হয়নি। দলের কোনো নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।’

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘যারা দলের আদর্শ মেনে চলে তাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হক ভাসানীর, বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা এবং এই নৌকা শেখ হাসিনার। নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।’

দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতার নিরীখে রাজনৈতিক কৌশলে অনেক কিছু করতে হয়। নৌকা হলো আওয়ামী লীগের আর্দশের প্রতীক। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সঙ্গে কোনো আপোষ করেনি। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে বলেছিলেন প্রতিযোগিতার জন্য। কিন্ত তিনি বলেননি, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য খান আহমেদ শুভসহ আওয়ামী লীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

কৃষিমন্ত্রী নেতাকর্মী নৌকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর