Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৩৮ ওসিকে বদলির প্রস্তাব ইসিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ২২:২৫

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩৮ জন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৬ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩৩৮ জনের মতো ওসির বদলি চেয়ে প্রস্তাব এসেছে। ইসি এখনও অনুমোদন দেয়নি।

যাদেরকে যেভাবে বদলি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, আপনারা কি সে অনুযায়ী বদলি করবেন? নাকি কিছু পরিবর্তন আনবেন?

এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন নির্বাচন কমিশন।

এর আগে, গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সব থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ৪৭ জন ইউএনওকে ইতোমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। আরও ১১০ জনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এখনও কোনো ওসি বদলি করা হয়নি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব থানার ওসিকে ও ইউএনওকে বদলির নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠাতে বলে ইসি।

সারাবাংল/জিএস/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর