Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতার প্রতিকৃতিতে ৪ রাষ্ট্রদূতের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ২৩:০৩

ঢাকা: সদ্য বাংলাদেশে নিয়োগ পাওয়া চার দেশের রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করা রাষ্ট্রদূতরা হলেন- পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ এহ্‌মাদ মারুফ, মিশরের রাষ্ট্রদূত ওমার মোহি এলদিন আহমেদ ফাহমি, হলি-সি ভ্যাটিকানের এপস্টলিক নানসিও কেভিন র‍্যান্ডাল এবং শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা বিরাক্কডি।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রদূতরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সিইও মাশুরা হোসেন রাষ্ট্রদূতদের এ সময় বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রদূতরা পরিদর্শকের বইয়ে সই করেন। এ সময় রাষ্ট্রদূতদের জাদুঘরের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

রাষ্ট্রদূত শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর