Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতির সামনে সত্য উন্মোচন করবে তোমরাই’

চবি করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, তার কোনো শেষ হবে না। আমরা স্বপ্ন দেখে চলেছি। তোমাদের এসব দেখে পজিটিভ সংবাদ পরিবেশন করতে হবে। সবাই মিলে চেষ্টা করো যেন বিশ্ববিদ্যালয়টাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। অনুসন্ধানের মাধ্যমে জাতির সামনে সত্য উন্মোচন করবে তোমরাই।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে আনন্দ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলাহ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। আমাদের খারাপ কাজ কতটুকু হয়েছে জানি না, কিন্তু ভালো কাজের নিদর্শনও কম নেই। ব্যক্তিকে অপছন্দ করলেও বিশ্ববিদ্যালয় তোমাদের। তাই ইতিবাচক লেখাগুলো তুলে ধরবে বলে বিশ্বাস রাখি। বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে জাতির সামনে তুলে ধরতে হবে।’

দেশের গণমাধ্যম করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে বলে আলোচনায় সভায় মন্তব্য করেন বিশেষ অতিথি অধ্যাপক সিরাজ উদ দৌলাহ। তিনি বলেন, ‘কিন্তু বর্তমানে সংবাদমাধ্যমগুলো করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে গেছে। এজন্য দেশের সংবাদমাধ্যম দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তার মানে এই নয় যে, সাংবাদিকতা থেমে যাবে। এটা একটা ক্রান্তিকালীন সময় চলছে বলা যেতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা করার মাধ্যমে এই পেশাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এগিয়ে নিতে হবে। আপনারা ভয় নিয়ে বসে থাকবেন না। ভয় শিগগিরই কেটে যাবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে তথ্যের আধার হিসেবে তৈরি হয়েছে বলা হচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম বেড়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য পাওয়ার একটা বিষয় আছে। রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন, তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানা কৌশল ব্যবহার করে। এ রীতি পূর্বে থেকে চলে এসেছে।’

সভায় ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩: সাংবাদিকতায় নেতিবাচক প্রভাবও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি’র সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। চবিসাসের সভাপতি মাহবুব এ রহমানের সভাপতিত্বে সভায় চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. বশির আহাম্মদ, প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার, চবিসাসের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের চৌধুরী, সাবেক সভাপতি আসহাবুর রহমান শোয়েব, সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ বক্তব্য দেন।

সারাবাংলা/এমএ/পিটিএম

অধ্যাপক ড. শিরীণ আখ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি চবি ভিসি চবিসাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর