বিপিপিএ’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
৭ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৪
ঢাকা: সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) নতুন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এটির নাম হয়েছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। এখন থেকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এটি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিউ ভবনে বিপিপিএর প্রথম পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সিপিটিউ এর আগে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনে কাজ করতো। তবে অথরিটি হিসেবে আত্মপ্রকাশের ফলে এখন থেকে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আইএমইডি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মতামত নিতে হবে।
প্রথম পরিচালনা পর্ষদের সভায় বিপিএর কাঠামো এবং জনবল নিয়োগ নিয়ে আলোচনা হয়। এছাড়া বিপিপিএ পরিচালনার জন্য আর্থিক ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে পরিচালনা পরিষদের প্রতিনিধিরা এসব বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
বিপিপিএর সভাপতি হিসেবে আছেন পরিকল্পনামন্ত্রী, সিনিয়র সহ-সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং সহ-সভাপতি আইএমইডি সচিব। এছাড়া সদস্য সচিব থাকবেন বিপিপিএর প্রধান নির্বাহী।
সিপিটিউর মহাপরিচালক ও বিপিপিএ’র প্রধান নির্বাহী মো. শোহেলের রহমান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন- আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিচালনা পর্ষদের অন্য প্রতিনিধিরা।
সারাবাংলা/জেজে/পিটিএম