রংপুর: রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে পাঁচজন কলেজ শিক্ষক রয়েছেন।
এ সময় তাদের থেকে বেশ কিছু মোবাইল ও ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মধ্যে ১১ জন পরীক্ষার্থী। বাকিরা কলেজ শিক্ষকসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত।
নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সঙে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।