Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় ‘বাংলাদেশ ফেস্টিভ্যালে’র শুভ উদ্বোধন

লোকাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ১৮:২০

কুয়াকাটা (পটুয়াখালী): পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে কুয়াকাটায় শুরু হয়েছে শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে দু’দিন ব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সকালে ফেস্টিভ্যাল শুরু হয়।

শুক্রবার সকালে কুয়াকাটা পৌরসভার সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘোরে। পরে সৈকত প্রঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

উদ্বোধন শেষে হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে ‘পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের বলেন, ‘সম্ভাবনাময় পর্যটনশিল্পে উদ্যোক্তা হওয়ার অফুরান্ত সুযোগ রয়েছে, তরুণদের ভেতরের শক্তিকে জাগাতে পারলেই আমাদের উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

ফেস্টিভ্যালের সহযোগিতায় রয়েছে, জেলা প্রশাসন পটুয়াখালী, উপজেলা প্রশাসন কলাপাড়া, কুয়াকাটা পৌরসভা, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমবায় সমিতি লিমিটেড, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম), ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, ট্যুর গাইড, হোটোল-মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনসহ সামাজিক সংগঠনের নেতারা।

সারাবাংলা/এমও

কুয়াকাটা বাংলাদেশ ফেস্টিভ্যাল শুভ উদ্বোধন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর