Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ

সারাবাংলা ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯

ঢাকা: সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম ওয়ালি উল মোর্শেদ।

প্রিমিয়ার ব্যাংকে যোগদানের আগে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন।

এস এম ওয়ালি উল মোর্শেদ ১৯৯৯ সালে সিনিয়র অফিসার হিসাবে প্রাইম ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষত ব্রাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক মিটিগেশন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

মোর্শেদ বিআইবিএম থেকে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম কম ডিগ্রি অর্জন করেছেন।

পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশ নিয়েছেন।

সারাবাংলা/এমও

উপব্যবস্থাপনা পরিচালক প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর