Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭ জানুয়ারির নির্বাচন দেশবাসী রুখে দেবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ২০:০৭

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেছেন, ‘বিরোধী দলবিহীন ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন দেশবাসী রুখে দেবে।’

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নির্বাচনি তফসিল বাতিল, সকল রাজবন্দীদের মুক্তি, বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর এ সমাবেশ আয়োজন করে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মাদানি বলেন, ‘অবৈধ সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নইলে আপনাদের শেষ রক্ষা হবে না। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’

সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মাদানি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে সরকার। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না। প্রহসনের নির্বাচনের আয়োজন থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ফিরে আসতে হবে।’

নির্বাচনে সহযোগিতা করা থেকে এবং ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মাদানি বলেন, ‘বেচাকেনার হাটের মতো প্রার্থী ও দলকে নির্বাচনে আনা হচ্ছে। আওয়ামী লীগের ১৪ দলের ইনু-রাশেদ খান মেনন খুব পেরেশানিতে আছেন তাদের সিট কনফার্ম না হওয়ায়।’

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছে। জাতীয় পার্টি জাতির জন্য একটা বিষফোঁড়া। ২০১৪ সালে, ২০১৮ সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে ওরা নির্বাচনকে বৈধতা দিয়েছে। ওরা অংশীদার, মন্ত্রী হয়, আবার বিরোধী দল হয় কীভাবে? এটা তো ধোঁকাবাজি। অনেক সুন্দর সুন্দর কথা জিএম কাদের এখন নির্বাচনে চলে গেছে।’

মাদানি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। সবার সঙ্গে আলোচনা করে স্বচ্ছ নির্বাচন করতে হবে। ২০১৪ ও ২০১৮ এর মত নির্বাচন আমরা চাই না। ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরকারকে ব্যাক করানোর জন্য ইসলামী আন্দোলন রাজপথে নেমেছে। আগামীতে যে রক্তপাত, গৃহযুদ্ধ হবে এর দায়-দায়িত্ব আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। ইসলামী আন্দোলন মানুষের সঙ্গে আছে, প্রয়োজনে রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি ও সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিনসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

৭ জানুয়ারি টপ নিউজ নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর