Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি নির্বাচন: রিভিউ খারিজ, রিটকারীর দিতে হবে লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ২০:৫৭

ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আবেদনকারীকে এই মামলা পরিচালনার খরচ হিসেবে এক লাখ টাকা খরচের আদেশও বহাল রাখা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। ইসির প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে একটি রিট করেন আইনজীবী এম এ আজিজ খান। শুনানি শেষে গত ১৫ মার্চ হাইকোর্ট সরাসরি রিটটি খারিজ করে আদেশ দেন।

এরপর হাইকোর্টের আদেশ এবং গত ১৩ ফেব্রুয়ারি ইসির প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে গত মে মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আইনজীবী এম এ আজিজ খান। পরে গত ১৮ মে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। একই সঙ্গে লিভ টু আপিলকারীকে খরচ হিসেবে এক লাখ টাকা দিতে বলা হয়।

অতঃপর আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন আইনজীবী এম এ আজিজ যান।

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আপিল বিভাগ জরিমানা রাষ্ট্রপতি নির্বাচন হাইকোর্ট

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর