স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী
৮ ডিসেম্বর ২০২৩ ২১:৫৩
চাঁদপুর: ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর মুক্ত দিবসে চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম। আজকে যারা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী ৩২তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও