Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় প্রায় সাড়ে ১৭ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩ ১১:১২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৩ ১৩:১৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে নিহতের সংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গাজা উপত্যকায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ও শুক্রবারের (৮ ডিসেম্বর) মধ্যে অন্তত ৩১০  ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওই প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। চলমান এই অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ৪৬ হাজার মানুষ।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জাতিসংঘ ওই প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার গাজা শহরের পূর্বে আল-দর্জ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি আগুনে ৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে শহরের পূর্বাঞ্চলে দুটি বাড়ি ধসে ৩৫ জন নিহত হয়েছেন।

এছাড়া, গাজার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আর গাজার দক্ষিণে খান ইউনিসের পশ্চিমে একটি আবাসিক ভবনে হামলায় ৯ জনের প্রাণহানি হয়েছে।

সারাবাংলা/ইআ

ইসরায়েল-ফিলিস্তিন গাজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর