Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতিসংঘ দফতরে পাঠানো চিঠিটি ব্যক্তিগত, মিডিয়াতে আসা উচিত হয়নি’

স্টাফ করেসপেন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ১৪:০১

ঢাকা: জাতিসংঘের মহাসচিবের দফতরে পাঠানো চিঠিটি একটি থ্যাংক ইউ নোট বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই চিঠির বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশ করা উচিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এটি একটি ব্যক্তিগত চিঠি।

শুক্রবার (৮ ডিসেম্বর) সিলেট নগরের তোপখানা এলাকার সারদা হলে মৎস্যজীবী লীগের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সেপ্টেম্বরে (সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে) জাতিসংঘে গিয়েছিলাম। তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। আমাদের একটা রেওয়াজ আছে, দেখা করলে একটা থ্যাংক ইউ নোট দেই। এটা সেই থ্যাংক ইউ নোট। এটা তেমন কিছু না। আমরা যেসব আলাপ করেছিলাম চিঠিতে সেগুলো একটু বলেছি।

একটি পত্রিকার নাম নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা একটি ব্যক্তিগত চিঠি ছাপিয়ে দিয়েছে। এটা লজ্জার বিষয়। আমাদের দেশে অনেক লোক আছে, তারা দেশের শত্রুর মতো অবস্থা। কিছু বাহবা পাওয়ার জন্য যা পায় তাই মিডিয়াতে নিয়ে আসে।

পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, যেমন, আপনাকে লিখলাম আপনি ভালো আছেন কি না। আপনার ওখানে গিয়েছিলাম, খাবার-দাবার দিয়েছেন, থ্যাংক ইউ। আর আপনার সঙ্গে কিছু আলাপ করেছিলাম। এগুলো দেখুন।  আপনি সেগুলো আবার পত্রিকায় প্রকাশ করে দিলেন। এটা কী?

উল্লেখ্য, গত ২০ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আর্ল কোর্টনে র‌্যাট্রের কাছে একটি চিঠি পাঠান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। গতকাল শুক্রবার দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে চিঠির তথ্য প্রকাশ হয়। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতিসংঘ সচিবালয়, বিভিন্ন সংস্থা এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দফতরের গঠনমূলক ও সহযোগিতামূলক ভূমিকা চেয়ে মহাসচিবের দফতরে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে অযথা, অযৌক্তিক  ও আরোপিত রাজনৈতিক চাপে রাখা হচ্ছে বলে উল্লেখ আছে চিঠিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর