৭১ টিভিকে মুশফিকের আইনি নোটিশ
৯ ডিসেম্বর ২০২৩ ১৬:১০
বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডল দা বল’ নিয়মে আউট হয়েছিলেন মুশফিকুর রহিম। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে এমন আউটের পর ৭১ টিভি তাদের খেলাযোগ অনুষ্ঠানে মুশফিকের দিকে ফিক্সিংয়ের অভিযোগ উঠিয়ে সংবাদ প্রচার করে। আর এই সংবাদের প্রতিবাদেই আজ ৭১ টিভিকে আইনি নোটিশ পাঠালেন মুশফিক। একই ইস্যুতে ৭১ টিভিকে নোটিশ পাঠাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
গত ৬ ডিসেম্বর ‘হ্যান্ডল দা বল’ নিয়মে আউট হয়েছিলেন মুশফিক। এই ঘটনার পর ‘মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ! সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে!’ শিরোনামে একটি বিতর্কিত ভিডিও ৭১ টিভির খেলাযোগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এরপর থেকেই সমালোচনার তীর ধেয়ে আসে ৭১ টিভির দিকে। সমালোচনার মুখে তারা ওই ভিডিও সরিয়েও ফেলেছিল। তবে শেষরক্ষা হয়নি। আজ মুশফিক ৭১টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠিয়েছেন চ্যানেলটির হেড অফ নিউজ, ক্রীড়া সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে।
এই নোটিশে বলা হয়েছে, মনগড়া, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য পরিবেশন করে মুশফিককে হেয় করা হয়েছে এবং তার দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে কালিমা লেপন করে তার সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মাঝে এই নোটিশের জবাব চাওয়া হয়েছে এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার ব্যাপারেও আহ্বান করা হয়েছে। এটি না হলে সাইবার বুলিংয়ের অপরাধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
৭১ টিভির পক্ষ থেকে এই নোটিশের জবাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এই সিরিজ।
সারাবাংলা/এফএম
৭১ টিভি ফিক্সিং বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট বিসিবি মুশফিক হ্যান্ডল দা বল