Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলবাড়ীতে পৃথক হামলায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ১৮:০৪

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলায় পৃথক হামলায় দুই জন নিহত হয়েছেন। এর মধ্যে মধ্যকাশিপুর বাজারে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং বড়ভিটা ইউনিয়নে আবাদি জমির উপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে হামলায় দুই জন নিহত হন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের কাছে টাকা চাইতে চান। এ নিয়ে তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুলতানের লোকজন রফিকুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মারত্মকভাবে আহত হন রফিকুল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার ধরলার চর-মেখলি এলাকার সোলজারের ছেলে সাদ্দাম হোসেনের ভুট্টার জমির উপর দিয়ে ওই এলাকার আজের উদ্দিনের ছেলে হাসান ট্রলি চালিয়ে যাওয়ায় দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাদ্দামের মা সমস্ত ভান (৬০) ঘটনাস্থলে এলে তাকেও কিলঘুষি মারতে থাকেন হাসান। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/পিটিএম

নিহত ফুলবাড়ী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর