Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

সারাবাংলা ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩ ১৯:২৪

ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। জুনিয়র আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ক্যানসারে আক্রান্ত ব্যারিস্টার মইনুল কয়েকদিন ধরেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৭ সালে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার মইনুল হোসেন তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ব্যারিস্টার মইনুল। তিনি ১৯৬১ সালে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তারপরে মিডল টেম্পল এ আইন বিষয়ক পড়াশোনা করেছেন। ১৯৬৫ সালে বার থেকে ব্যারিস্টার-ইন-ল ডিগ্রি অর্জন করেন তিনি।

বাংলাদেশ’র সংবাদপত্র মালিকদের সংগঠন ‘বাংলাদেশ সংবাদপত্র পরিষদ’র সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনে ২০০০-২০০১ মেয়াদে সভাপতি নির্বাচিত হন।

সারাবাংলা/পিটিএম

ব্যারিস্টার মইনুল হোসেন মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর