ঢাকা: সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তির দাবিতে হরতাল-অবরোধের ডাক দিয়ে আত্মগোপনে চলে যাওয়ার ৪১ দিন পর প্রকাশ্যে এলেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে তাদের এই বেরিয়ে আসা।
দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নিচ্ছেন। গত ৪১ দিন এদের কাউকেই প্রকাশ্যে রাজপথে দেখা যায়নি।
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক সড়কের এক পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন কয়েকশ পেশাজীবী নেতা। তবে বিএনপির শীর্ষ নেতাদের খুব একটা দেখা যায়নি মানবন্ধন কর্মসূচিতে।
মানববন্ধনে জড়ো হওয়া নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নিরপেক্ষ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচনের তফসিল বাতিল চেয়ে স্লোগান দিচ্ছেন।
বিএনপির নেতা-কর্মীদের এই উপস্থিতির কারণে সকাল সোয়া ১১টার দিকে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। পুলিশ নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
প্রেসক্লাবের সামনের এলাকা সেগুনবাগিচার অলি-গলিতেও বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীর অবস্থান লক্ষ্য করা গেছে। কেউ কেউ ফোনে নিজের অনুসারীদের প্রেস ক্লাবের সামনে আসার নির্দেশ দিচ্ছেন।
এদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রেস ক্লাবের সামনে প্রিজন ভ্যান, জল কামান, রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিভিন্ন সংস্থার সদস্য ও সাদা পোশাকের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল। সেদিন দিনভর দফায় দফায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে পিটিয়ে হত্যা, বাসে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ চেকপোস্টে আগুন ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরদিন গ্রেফতার করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এরপর থেকে দলটির শীর্ষ নেতারা আত্মগোপনে আছেন। নেতা-কর্মীদেরও রাজপথে দেখা যাচ্ছিল না।