বেনাপোল: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৯০ মেট্রিক টন পেঁয়াজ ৫ দিনেও খালাস হয়নি। ফলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
বেনাপোলের কোয়ারেন্টাইন উদ্ভিদ নিরীক্ষক কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ভারত থেকে টিসিবির আমদানি করা পেঁয়াজের গাড়িটি বেনাপোল স্থলবন্দরে ৪ দিন আগে আসে। গাড়িতে ৯০ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে।
পেঁয়াজ নিয়ে আসা ভারতীয় ট্রাক ড্রাইভার মুস্তাকিন মন্ডল বলেন, ‘গত ৫ দিন ধরে বেনাপোল বন্দরে এসে বসে আছি। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খালাসের বিষয়ে জানতে পারছি না, খালাসের জন্য কোন আমদানিকারকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’