রেললাইনের পাশে কথা বলছিলেন মোবাইলে, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ
১০ ডিসেম্বর ২০২৩ ২০:৩০
ঢাকা: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনের ধাক্কায় আবুল বাশার টিটু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। রোববার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, কমলাপুর রেলস্টেশন থেকে জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আবুল বাশার টিটু। মৃতদেহ পুলিশ হেফাজতে আছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। ট্রেনের ধাক্কায় ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মৃত ব্যক্তির এক আত্মীয় সাথে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার দাড়িয়াপুর গ্রামে। বাবার নাম মৃত রফিকুল ইসলাম (লেবু মাস্টার)।
সারাবাংলা/এসএসআর/পিটিএম