পিবজা কবিতা সন্ধ্যা
১০ ডিসেম্বর ২০২৩ ২৩:১৮
ঢাকা: পিআইবি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)র আয়োজনে গতকাল রাজধানীর কাটাবন মোড়ে হেমন্তের পড়ন্ত বিকেলে এক মনোমুগ্ধকর কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পিবজা কবিতা সন্ধ্যা উদযাপন কমিটির আহবায়ক কবি আলম শামসের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কুড়িগ্রামের এমপি এম এ মতিন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রথীন্দ্রনাথ সরকার রবিন। কবিতা পড়েন সংগঠনের সভাপতি রুহি শামসাদ আরা, সহ-সভাপতি এম এ মোনায়েম, মাহবুব রহমান।
আবৃত্তি করেন উম্মে সালমা কেয়া, নাহার চাকলাদার, আলমগীর সিদ্দিকী, আবদুল হালিম, আনিসুর রহমান প্রমুখ। পিবজা সদস্য সজিব সাদিক, জাবেদ আহমদ, জাহিদুল হক খান, তৌফিক মাহমুদ, কার্তিক সাহাসহ আরও অনেকেই আবৃত্তিতে অংশ গ্রহণ করেন। আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করে দর্শকের প্রশংসা কুড়িছেন সেলিনা শেলী।
উপস্থিত শতাধিক পিবজা সদস্যকে মনোমুগ্ধকর পুথি পাঠ করে বিমোহিত করেন পিবজা সদস্য মো. মমিন উল্যাহ।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই বেশি প্রধান্য পায়। এছাড়া অনেকে চমৎকার স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক তাসলিমা খাতুন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম রনি, দানিয়েল মুহাম্মদ আওরঙ্গজেব, আবুল হোসেন, তাকসিনা ইয়াসমিন, নন্দিতা দত্ত ধারা, খায়রুল বাশার, আবু আবদুল্লাহসহ শতাধিক পিবজা সদস্য এ শুদ্ধ ধারা সংস্কৃতি চর্চা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই আনন্দঘন অনুষ্ঠান উপস্থাপনা করেন কবিতা সন্ধ্যা উদযাপন কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার ও সংগঠনের সদস্য সেলিনা শেলী।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন পিবজার নির্বাহী সদস্য, উৎযাপন কমিটির আহবায়ক ও আজকের অনুষ্ঠানে সভাপতি আলম শামস।
সারাবাংলা/একে