Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ০৮:৫১

মুন্সীগঞ্জ: আজ ১১ ডিসেম্বর, মুক্তিযুদ্ধের এই দিনে কাক ডাকা ভোরে হানাদারমুক্ত হয় রাজধানী ঢাকার উপকণ্ঠ মুন্সীগঞ্জ জেলা। এদিন এই জেলায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় আসে।

আগের দিন ১০ ডিসেম্বর মধ্যরাতে শহরের সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে হানাদারবাহিনীর ক্যাম্প আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। এ সময় পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। গোলা-বারুদের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর। একপর্যায়ে ১১ ডিসেম্বর ভোরে পিছু হটে মুন্সীগঞ্জ ত্যাগ করে পাকিস্তানি সেনারা।

হানাদারবাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধারা। এরই মধ্য দিয়ে মুন্সিগঞ্জ হানাদারমুক্ত ঘোষণা করা হয়। জয়-উল্লাসে ফেটে পড়েন মুক্তিযোদ্ধারা। তারা কলেজের ছাত্রাবাসের ৪ তলার ছাদে উড়ান স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা।

গৌরবোজ্জ্বল দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রথম প্রহরে শহীদদের স্মরণ করে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এছাড়া জেলার প্রত্যন্ত অঞ্চলেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করেছে বলে জানা গেছে।

সারাবাংলা/এমও

১১ ডিসেম্বর টপ নিউজ মুন্সীগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর