চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার
১১ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। বিএনপির ডাকা সাম্প্রতিক হরতাল-অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতায় সেলিম নেতৃত্ব দিচ্ছিলেন বলে র্যাবের দাবি।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাতে নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে সেলিমকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার মো. সরওয়ার উদ্দিন সেলিমের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা গ্রামে। বিএনপির ডাকা চলমান হরতাল-অবরোধের মধ্যে তাকে সীতাকুণ্ড ও মীরসরাইয়ে ঝটিকা মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বাধা ও নাশকতার অভিযোগে গত ৮ নভেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি সরওয়ার উদ্দিন সেলিম। ওই মামলায় তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া নগরীর কোতোয়ালী থানায় পুলিশের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগে এবং নাশকতার অভিযোগে মীরসরাই, জোরারগঞ্জ ও ফেনী সদর থানায় তার বিরুদ্ধে আরও ৮টি মামলা আছে।
সারাবাংলা/আরডি/এমও