Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় ট্রলারডুবি: ৬ জেলে উদ্ধার, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৪০

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও মৃদুল (২০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ মৃদুল উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অমিত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্রগ্রামের উদ্দেশে যাত্রা করে। এ সময় মাছ ধরার একটি ট্রলারে সাতজন জেলে নিয়ে মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি মাছ ধরার ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হলেও মৃদুল নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ।

সারাবাংলা/এনইউ

জেলে টপ নিউজ ট্রলার ডুবি নিখোঁজ নোয়াখালী মাছধরা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর