Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামুদ্রিক পর্যটন নীতিমালার খসড়ায় মন্ত্রিপরিষদের অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ২০:১০

ঢাকা: বঙ্গোপসাগরকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতি গড়ে তুলতে সামুদ্রিক ‘পর্যটন নীতিমালা-২০২৩’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মাহবুব হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরকে ভিত্তি করে যাতে আমরা একটি ট্যুরিজম ইকোনমি তৈরি করতে চাই। সেজন্য সরকারের পক্ষ থেকে কীভাবে সহযোগিতা করা হবে, কোন কোন এরিয়ায় কাজ করা হবে- তার একটি কার্যক্রম নীতিমালায় বলা আছে।’

তিনি আরও বলেন, ‘পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা, বেসরকারি খাতের যারা বিনিয়োগ করবে তাদের সহযোগিতা করা, আন্তর্জাতিক ট্যুর অপারেটরদের কীভাবে সমন্বয় করতে হবে তা বলা আছে নীতিমালায়। সমুদ্র পথে যদি কেউ হাজিদের নিতে চায় সেক্ষেত্রে সরকার কীভাবে সহযোগিতা করতে চায় তাও বলা আছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

অনুমোদন সামুদ্রিক পর্যটন নীতিমালা


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর