Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার সারাদেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ২২:১৪

ঢাকা: মঙ্গলবার সারাদেশে পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। এদিন দেশের প্রায় ২ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৫শ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় মহাখালিতে নিপসম অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে আসছে। যে কারণে বর্তমানে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রার্দুভাব কমে আসছে বলে দাবি সরকারের। তথ্য বলছে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশও নেই বললে চলে।

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর